প্রকাশিত: Thu, Jul 27, 2023 10:41 PM
আপডেট: Tue, Jan 27, 2026 10:09 PM

[১]আইকনিক স্টেশনের মূল ভবন নির্মাণ শেষে চলছে সাজসজ্জা [২]দোহাজারী- কক্সবাজার রেললাইনের ৯১ ভাগ সম্পন্ন

হাবিবুর সোহেল: [৩] কক্সবাজার জেলা শহর থেকে তিন কিলোমিটার পূর্বে ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় ২৯ একর জমির ওপর ঝিনুকের আদলে তৈরি দৃষ্টিনন্দন এ স্টেশন ভবনটির আয়তন এক লাখ ৮২ হাজার বর্গফুট। 

[৪]আইকনিক রেলওয়ে স্টেশনের প্রকল্প ম্যানেজার মফিজুর রহমান জানান,ঝিনুকের আদলে তৈরি স্টেশনটিতে আবাসিক হোটেলের পাশাপাশি ক্যান্টিন, লকার, গাড়ি পার্কিং ইত্যাদি ব্যবস্থাও রাখা হয়েছে। পর্যটকরা স্টেশনের লকারে লাগেজ রেখে সারাদিন সমুদ্র সৈকতে বা দর্শনীয় স্থানে ঘুরতে পারবেন। এ স্টেশন দিয়ে দিনে ৪৬ হাজার মানুষ আসা-যাওয়া করতে পারবেন।

[৫] আইকনিক এ স্টেশনটি নির্মাণে চীন, বেলজিয়াম, ইংল্যান্ড, ইতালিসহ বিশ্বের বিভিন্ন আধুনিক স্টেশনের সুযোগ-সুবিধা বিবেচনায় নেওয়া হয়েছে। 

[৬] এ স্টেশন হবে এশিয়ার প্রথম শতভাগ পর্যটনবান্ধব কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত ছয়তলা বিশিষ্ট স্টেশন। এতে রয়েছে পর্যটকদের জন্য সব ধরণের সুযোগ-সুবিধা।

[৭] দোহাজারি-কক্সবাজার রেলপথ নির্মাণ  প্রকল্পের পরিচালক মফিজুর বলেন, ঢাকা থেকে সর্বনিম্ন ৭০০ টাকা থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকা খরচ করে আসা যাবে কক্সবাজারে। বছরে এই স্টেশনে আসা -যাওয়া করবেন প্রায় ২ কোটি যাত্রী। সব কিছু ঠিক টাক থাকলে,  সেপ্টেম্বর মাসেই স্বপ্নের ট্রেনে করে কক্সবাজার যাতায়াত করা যাবে। 

[৮] ২০১৮ সালের জুলাইয়ে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ নির্মাণে মেগা প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়। এ মেগা প্রকল্পে ১০০ কিলোমিটার রেললাইন নির্মাণে ব্যয় হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। এর অর্থায়ন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার। সম্পাদনা : মুরাদ হাসান